ফারাক্কায় কয়েক মূহুর্তের জন্য চা চক্রে সামিল হলেন বিজয়বর্গীয়।

নিউস ডেস্ক, মালদা : – বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার পথে নিউ ফরাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে চা চক্রে সামিল হলেন বিজেপির কৈলাশ বিজয় বর্গীয়। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার জেলার সাংসদ খগেন মুর্মু ও ফারাক্কা ব্লকের বিজেপির সভাপতি অয়ন ঘোষ, বিকাশ ঘোষ সহ বিজেপির কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্রই হচ্ছে বিভিন্ন মাধ্যমে জন সংযোগ বজায় রাখা। প্রধানমন্ত্রী ওনার কাজের খতিয়ান তুলে ধরেছেন মানুষের কাছে যা অত বছরে মুখ্যমন্ত্রী কাজের কোনো কিছুই দেখাতে পারেননি। জন সংযোগের কারনেই কৈলাসজি বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার পথে কর্মীদের মধ্যে সংযোগের কিছু বার্তা তুলে ধরতেই তিনি চা চক্রে সামিল হয়ে রওনা দিলেন।