নিজস্ব সংবাদদাতা :-আবারো পুলিশের মানবিক রূপ দেখলো মুর্শিদাবাদ বাসি।সূত্রের খবর মঙ্গলবার মুর্শিদাবাদের জলঙ্গি কীর্ত্তনিয়াপাড়া গ্রামের আনারুল মন্ডল নামে এক বৃদ্ধ, জলঙ্গী থানার পুলিশের কাছে আসেন কিছুটা আর্থিক সহায়তার জন্য। তিনি সাহায্যের জন্য অনুরোধ করেন, কারণ তিনি আলসার রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। কিন্তু দেখার কেউ নেই , বাড়িতে ছেলে বৌমা থেকেও নেই।দারিদ্র সীমার নিচে বসবাস করা আনারুল মন্ডলের কোনো খোঁজ-খবর নেয় না ছেলেও বোমা। ওষুধ কেনার মতো অর্থ নেই ঘরে। আনারুল মন্ডলের অভাব অনটন অভিযোগের কথা শুনে তাকে নগদ আট হাজার টাকা দিলেন জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাস ও এসআই খুরশিদ আলম।
পুলিশের এই বিশেষ উদ্যোগে খুশিতে আপ্লুত হয়েছেন কীর্তনীয়াপাড়া গ্রামের বাসিন্দা আনন্দ মণ্ডল। ঘটনায় জলঙ্গী থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।