প্রেস কনফারেন্স করে বেসুরো গাইলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য

মলয় দে, নদীয়া, ১৮ ডিসেম্বর : শান্তিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বহু মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ।  মানুষ জানাচ্ছেন ,অনেকেই ঘর পাননি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে, প্রতিটি সরকারি স্কিম পাওয়ার ক্ষেত্রে মানুষের ক্ষোভ উঠে আসছে।  প্রতিটি ওয়ার্ডে এরকম অসংখ্য কেস রয়েছে।এই প্রসঙ্গে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য বলেন বিধায়ক হওয়ার পর থেকেই আমি মানুষের সঙ্গেই আছি, মানুষের বিপদ থেকে আমি সরে যাইনি ।  আমি শান্তিপুরের মানুষের কাছে দায়বদ্ধ । তবে এটা দীর্ঘদিনের সমস্যা । এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি ।

তিনি জানান এই সরকারের নাম : মা মাটি মানুষের সরকার । মানুষকে যারা বঞ্চিত করেছেন, যারা কাউন্সিলর ছিলেন, তাদের বিরুদ্ধে এর আগেও খবর হয়েছে । সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি মানুষকে বলতে চাই, আপনারা চিন্তা করবেন না । এর একটা স্থায়ী সমাধান হবেই । শুক্রবার বিকালে নদীয়ার শান্তিপুরের তামাচিকা পাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে একথা বলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য । অরিন্দম ভট্টাচার্য বলেন ,’ এই বিষয়ে পুরসভা থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা দল তাদের কাছে জিজ্ঞাসা করবে । তাদের মতামত নেবে । শান্তিপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে ।  এখন মানুষের রায় নেওয়ার কথা ।  কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেটা নেওয়া যায় নি ।  তাই বোর্ড চলছে । মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই ,দীর্ঘদিনের এই সমস্যার  স্থায়ী সমাধান নিশ্চয়ই হবে । কারণ, সরকার মানুষের চাহিদা মাথায় রাখছে।