প্রভুপাদের 125 তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্ববিজয় হরিনাম সংকীর্তন যাত্রা নদিয়ার কৃষ্ণনগরে

শ্রীল প্রভুপাদের ১২৫ তম আবির্ভাব দিবস উপলক্ষে সনাতন ধর্মের বিশ্ব বিজয় হরিনাম সংকীর্তন যাত্রা।রাজবাড়ি থেকে শুরু হয়ে কৃষ্ণনগর শহর পরিক্রমা করে কৃষ্ণনগরের প্রাণ কেন্দ্র বিন্দু পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। এদিনের সংকীর্তন যাত্রায়, প্রচুর ভক্তবৃন্দ দের সমাগম লক্ষ্য করা যায়।