প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পুস্তক বিতরণ কর্মসূচি

বাদশা সেখ, পূর্বস্থলী :- দারিদ্রতার কারণে আমাদের সমাজের দুঃস্থ পরিবারের ছেলে মেয়েরা লেখা পড়া থেকে বঞ্চিত হচ্ছে। অর্থের অভাবে খুব কম বয়সে লেখা পড়া বাদ দিয়ে পাড়ি দিতে হচ্ছে দেশ বিদেশে। ধুলোয় মিশে যাচ্ছে তাদের স্বপ্ন, তাদের ফুলের মতো ছাত্র জীবন। এখনও আমাদের সমাজে এমন কিছু পরিবারের ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনায় খুবেই ভালো কিন্তু টাকার অভাবে ক্লাসের বই টুকু কেনার মতো ক্ষমতা নেই। এবার সেই দিকে লক্ষ রেখেই দুস্থ গরীব ছাত্রছাত্রীদের পাশে প্রতি বছরের ন্যায় এবছরও পূর্বস্থলী ১নম্বর ব্লকের প্রগতি সেচ্ছাসেবী সংস্থা পাশে দাঁড়ালেন এবং পঞ্চম থেকে দশম শ্রেণীর সব ক্লাসের বেশ কিছু বই সহ নোট বুক ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন সেচ্ছাসেবী সংস্থা প্রগতি। উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার পার্থ দে মহাশয় দিলীপ কুড়ি , ফিরোজ শেখ , আনজিল সেখ, ইসলাম শেখ গৌরাঙ্গ বাসাক,পরিমল মন্ডল, রাকেশ দাস সহ অন্যান্যরা।