পৌষ মেলায় পিঠার স্বাদ নিলেন মহকুমা শাসক

মহম্মদ নাজিম আক্তার, চাঁচল : রবিবার সন্ধ্যায় চাঁচল নেতাজি মোড়ে স্থানীয় মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো পৌষালি মেলা।দীর্ঘ ‌তিনবছর ধরে হয়ে আসছে এই মেলা বলে জানান উদ্যোক্তরা।হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, জামাই পিঠা, গোলাপ সহ মজার মজার নামের সব পিঠার দেখা মিলল মালদহের চাঁচলে। নামের মতো এসব পিঠা দেখতেও নজরকাড়া ।এছাড়াও ছিল মালপোয়া,দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা,পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠাও।

এই পৌষালি মেলায় শীতকালীন রসিক জাতীয় খাবার স্বাদ উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন চাঁচল এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ।স্বাদ নিতে ছাড়েননি প্রশাসনিক কর্তারাও। এদিন মেলায়‌ উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল,চাঁচল- ১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য ও স্থানীয় উপপ্রধান উৎপল তালুকদার সহ স্থানীয় নেতৃত্বরা। সরকারি সুরক্ষা বিধি মেনেই মেলা অনুষ্ঠিত হয়েছে বলে জানান উদ‍্যোক্তারা।