অরবিন্দ মন্ডল, রামপুরহাট:- রাজ্যের পৌরসভা গুলির নির্বাচন করার দাবিতে অবস্থান বিক্ষোভ করল বাম ও কংগ্রেস যৌথভাবে। আজ
রামপুরহাট শহরের এস ডি ও অফিসের সামনে সকাল দশটা থেকে বাম কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। অবস্থান- বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মল্লিক এবং রামপুরহাট কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট শাহজাদা হোসেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ।প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মল্লিক জানান প্রশাসক বসানোর পরে পৌরসভাগুলোতে লুটের রাজত্ব চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবীতে আমরা পৌর নির্বাচন করার দাবিতে এই অবস্থান-বিক্ষোভ করছি।