পূর্বাসা আবাসনের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন

ডেস্ক নিউজ, কলকাতা ঃ- বিধ্বংসী অগ্নিকান্ড আবার শহর কলকাতায় । এবার ইএম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন।ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। বাইপাসে কার্যত বন্ধ যান চলাচল। উদ্ধার কাজে ইতিমধ্যেই পৌঁছে গেছে মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। বেলেঘাটা বাইপাস কানেক্টরে নিয়ন্ত্রিত যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছে গেছেন ফিরহাদ হাকিমও। বেশ কয়েকটি ঝুপড়ি ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। ঝুপড়ির মধ্যে যাঁরা ছিলেন সেই সমস্ত মানুষকে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।এক ঘণ্টার পরও আয়ত্তের বাইরে আগুন। ঝুপড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা এমনটাই সূত্রের খবর ।