পুলিশের অভিযানে ধরা পড়লো চোলাই মদের কারবারি

শেখ মিলন, ভাতার : – ফের চলাই মদের এর বিরুদ্ধে অভিযান ভাতার থানার পুলিশের। গতকাল রাত্রে হানা দিয়ে পুলিশ চার চোলাই কারবারিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম লক্ষ্মী প্রমানিক, আশা মাঝি ,হীরা ধারা ও সুকান্ত প্রামানিক। সকলের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার কামারপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তিরা বেশ কয়েকদিন ধরে ভাতারের কামারপাড়া গ্রামে চোলাই মদের ভাটি চালাচ্ছিল। এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করছিল ।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কামারপাড়া গ্রামে হানা দিয়ে ওই চার কারবারিকে হাতেনাতে ধরে । ধৃতদের কাছ থেকে আশি লিটার মদসহ, বেশ কিছু চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। ধৃতদের এদিন বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায় পুলিশ।এই ধরণের অভিযান আগামী দিনগুলিতেও অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।