মহম্মদ নাজিম আক্তার,মালদা :- পুরোহিত ভাতা নিয়ে দুর্নীতি ও প্রতারণা, এমনটাই দাবি নিয়ে পথে নামলেন বঙ্গীয় পুরোহিত সভা। কোনো রাজনৈতিক দলের নাম না করলেও অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল এ বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন বললেও অভিযোগের তীর রয়েছে শাসকদলের বিরুদ্ধে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক ‘হরিশচন্দ্রপুর ব্লক কমিটি’ থেকে বিভিন্ন দাবি নিয়ে পথে নেমে বিক্ষোভ জানান বঙ্গীয় পুরোহিত সভার সদস্যরা। আন্দোলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সভার সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য, চিত্তরঞ্জন আচার্য্য,সৌমেন্দ্র রায় চৌধুরী, শুভাশীষ ব্যানার্জী এবং তাদের সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ও ২ নম্বর ব্লকের বঙ্গীয় পুরোহিত সভার সদস্যরা। তাদের দাবি রাজ্য সরকার, পুরোহিত ভাতা হিসেবে যে ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরোহিতরা পাচ্ছেননা।তাই নিয়ে হচ্ছে রাজনীতি ও দলবাজি। এছাড়াও তাদের দাবি পুরোহিত ভাতা এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার করতে হবে এবং মৃতদের স্ত্রীদের বিধবা ভাতার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য সাথি কার্ড এবং গরিব পুরোহিতদের বিপিএলের অন্তর্ভুক্ত করতে হবে।
বঙ্গীয় পুরোহিত সভার সম্পাদক গৌতম চক্রবর্তীর বলেন, “পুরোহিত ভাতা হিসেবে ধার্য্য ১০০০ টাকা তারা পাচ্ছেন না। তা নিয়েও দুর্নীতি করছে, আমি কোনো দলের নাম নেবো না কিন্তু আমাদের সাথে প্রতারনা করা হচ্ছে। এই দুর্নীতির সঠিক উত্তর না দেওয়া হলে আগামী দিনে আমাদের আন্দোলন বৃহত্তর হবে। লোকাল নেতাদের চোখরাঙানির সামনে আমরা মাথা নিচু করছিনা।” অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ব্লক 1 সভাপতি মানিক দাস বলেন “পুরোহিত ভাতার কাজ চলছে। কিছু জায়গায় হয়েছে এবং কিছু জায়গায় এখনও হয়নি। তবে যত জনের নাম নথিভুক্ত হয়েছে সকলেই পাবেন। পুরোহিতরা নিজেদের মধ্যে লবিবাজি করলে আমাদের কিছু করার নেই”।