পুতুলনাচের মধ্য দিয়ে বিনোদনের ছলে সামাজিক বার্তা

মলয় দে নদীয়া : -প্রবাদ আছে “চোরা না শোনে ধর্মের কাহিনী” ! কিন্তু কিছু তেঁতো কথা আত্মউপলব্ধির মাধ্যমে সুন্দর সমাজ গড়ার আদর্শ পাঠশালা হয়ে ওঠে পুতুল নাচের অনুষ্ঠান। একমাত্র বিনোদনই পারে নিজেকে অথবা পরিবারকে নিয়ে সদাব্যস্ত থাকা কর্মচঞ্চল মানুষটিকে সরল শিশুমনে রূপান্তরিত করে দু’দণ্ড চুপ করে কাঠের পুতুলের মতন বসিয়ে রাখতে। এ ব্যবস্থা মধ্যে দিয়েই সামাজিক এবং আদর্শগত দিক থেকে জীবন গড়ে তোলার অনুপ্রেরণা পান দর্শক আসনে বসে থাকা শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে।

কিছু সহৃদয় আবেগপ্রবণ মানুষ এখনো আছেন যারা, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আজ থেকে বাইশ বছর আগে বিভিন্ন পেশার অবসরে থবা পেশায় হাজারো কাজের মাঝেই সকলের বাঁচানো মূল্যবান সময় দিয়ে তৈরি করেছিলেন “ডানা”। এই “ডানা” নামে পুতুল নাচের দলটি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগে জমা হওয়া ভিড়ের মাঝে, বিনোদনের ছলে পর্দার আড়ালে থেকেই এগিয়ে দিয়েছেন ঝকঝকে পোশাক পরিহিত পুতুলের মাধ্যমে বিনোদনের ভঙ্গিমা নিরলস প্রচেষ্টায় সমাজ গড়ার তাগিদে তারা অবিচল।