পুণের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন

 

নিউজ ডেস্ক :- পুণের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন । সিরাম ইনস্টিটিউটেই তৈরি হয় করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । যদিও সূত্র মারফত মিলেছে স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছে মজুত কোভিশিল্ড ভ্যাকসিন।

জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে।কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে। তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট।

সিরামের কর্মচারী দের সবাই কেই অক্ষত অবস্থাতেই নিরাপদ স্থানেই সরিয়ে নিয়ে যাওয়াও গিয়েছে বলে খবর।