মলয় দে, নদীয়া :- পিকনিক করতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মা এবং তার ১৩ বছরের এক সন্তান সহ দুই আত্মীয়। নিহতদের তিনজনের বাড়ি নদিয়ার রানাঘাট থানার রামনগর চৌমাথা মোড় এবং একজনের বাড়ি তাহেরপুর থানার দেবীপুরে।
মুর্শিদাবাদে পিকনিক করতে যাচ্ছিলেন ১৫ জনের একটি দল। মুর্শিদাবাদের রেজিনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে চা পান করার জন্য পিকআপ ভ্যানটি দাঁড়াতেই,অপর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরির ধাক্কায় মৃত্যু হয় চারজনের। গুরুতর আহত হন ৫ জন। পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে পরিবার সহ এলাকায় শোকের পরিবেশ।