নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৪ ডিসেম্বর : – আজ আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করল পশ্চিম বর্ধমান জেলার যুবশ্রীবৃন্দ । সেই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে “পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি” র পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের অন্তর্গত সমস্ত বেকারদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এই দাবীতে আগামী ২২ শে ডিসেম্বর “নবান্ন অভিযান” এর ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নবান্ন অভিযানকে সামনে রেখে প্রতিটি জেলায় জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে , আজ পশ্চিম বর্ধমান জেলার যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যরা জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ প্রদর্শন করে।পশ্চিম বর্ধমান জেলায় বাংলা সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন সরকারি দপ্তরে যুবশ্রী অগ্রাধিকার দিয়ে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহবায়ক বিদ্যুৎ মুখার্জি দাবি করেন অবিলম্বে সরকারকে যুবশ্রী প্রকল্পের অন্তর্গত এক লক্ষ বেকারের চাকরি সুনিশ্চিত করতে হবে । মানোনীয়া মুখ্যমন্ত্রী ২০১৩ সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যেন সেই প্রতিশ্রুতি পালন করেন।