পদ্ম শিবিরে আবারো যোগদান শাসক দলের কর্মীদের

বাদশা সেখ ,পূর্বস্থলী  :- রাজ্য রাজনীতি জুড়ে যোগদান আর পালাবদল চলছেই ।  গতকাল বিজেপির কেতুগ্রাম কান্দারা মাঠের সভায় বেশিরভাগ শাসক দলের কর্মীবৃন্দরা পদ্ম শিবিরে যোগদান করলেন । সূত্রের খবর বর্ধমান পূর্ব জেলার ওবিসি মোর্চার সেক্রেটারি মাধব ঘোষ মহাশয় ও দীলিপ ঘোষের হাত ধরে  ১২০০ জন কর্মী যোগদান করেন।।নবনিযুক্ত কর্মীদের  নিয়ে অজয় নদীর ধারে মাধব ঘোষ মহাশয় নিয়ে মধ্যাহ্নভোজনও করান । প্রত্যেকদিন যেভাবে দলবদল চলছে তাতে ক্রমাগত চড়ছে রাজনৈতিক উত্তাপ , তা বলাই বাহুল্য ।