নরেশ ভকত, বাঁকুড়াঃ দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি কর্মীরা এবার সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এবং ডেপুটেশন দিলেন বিজেপি কর্মীরা । বিষ্ণুপুর থানার বাঁকাদহ পঞ্চায়েতের ঘটনা এটি ।
বিজেপির দাবি , একশো দিনের কাজ সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছেন না , পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি , টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হচ্ছে। বিজেপি কর্মীরা দাবি তোলেন পঞ্চায়েতে ই টেন্ডার করে পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ করতে হবে । এইরকম আট দফা দাবি নিয়ে তারা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দেন ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হরকালী প্রতিহার বলেন , পঞ্চায়েতের গরিব মানুষের প্রকল্পের টাকায় তৃণমূল কর্মীরা বেঁচে রয়েছে।এছাড়াও বিধবারা ভাতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন ।
তবে পঞ্চায়েত প্রধান না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।