পঞ্চম বর্ষ বহরমপুর খাদি মেলা ব্যারাক স্কোয়ার ময়দানে।

অরবিন্দ মন্ডল, রামপুরহাট :- আজ শুভ উদ্বোধন হল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে পঞ্চমতম বহরমপুর খাদি মেলা। উদ্বোধন করলেন বহরমপুর মহকুমা শাসক, তিনি গান্ধী মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। করোনা আবহাওয়ার মধ্যে শিল্পীদের কথা মাথায় রেখেই এই মেলার আয়োজন। অন্যান্য বছরের তুলনায় অনেক ছোট হয়েছে এই মেলা , এগারোটি জেলা থেকে মেলায় স্টল করেছেন বিভিন্ন শিল্পীরা এ ছাড়াও বাচ্চাদের আনন্দ উপভোগ করতে পারবে এই মেলাতে । খাবার-দাবারের স্টল থেকে বিভিন্ন রকম ঘর সাজানো , সৌখিন জিনিস এই মেলায় পাওয়া যাবে এবার খাদি মেলা ৬৫টি স্টল হয়েছে। সরকারি সব রকম নিয়ম মেনেই এই মেলা চলবে বলেই জানালেন মেলা উদ্যোক্তারা।