নেতার মৃত্যু বার্ষিকীতে পেটপুরে দুঃস্থ মানুষদের খাওয়ানো হলো সঙ্গে শীতবস্ত্র প্রদান

চাঁচল, মহম্মদ নাজিম আক্তার,১৩ ডিসেম্বর: প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থ মানুষদের পেটপুরে খাওয়ানো হল। পাশাপাশি জাকিয়ে শীত পড়েছে। দুঃস্থ মানুষদের দেওয়া হল কম্বলও। শনিবার মালদহের চাঁচলে। দু বছর আগে মারা যান তৃণমূল নেতা প্রদীপ পান্ডে। যিনি এলাকায় খোকন পান্ডে নামেই এলাকায় পরিচিত ছিলেন। ব্লক তৃণমূলের কার্য়করী সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি দুঃস্থ মানুষদেরও পাশে দাঁড়াতেন। তাই বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থ মানুষদের পাশেই দাঁড়ালেন তার পরিবার। তার দুই ছেলের মধ্যে বড় অভিষেক ও ছোট অমিতেশ। অমিতেশ চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সদস্য। ছেলেরাই এদিন উদ্যোগী হয়ে বাবার মৃত্যু বার্ষিকীতে দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিন ৩০০ জন দুঃস্থকে খিচুড়ি, তরকারি, পাপারভাজা, পায়েস খাওয়ানো হয়। পেটপুরে খেতে পেয়ে আর সীতে কম্বল পেয়ে খুশি দুঃস্থ মানুষজন। পাশাপাশি এদিন ২০০ জন দুঃস্থ বাসিন্দার হাতে কম্বলও তুলে দেওয়া হয়। অমিতেশ বলেন, বাবা সারাজীবন মানুষের পাশে ছিলেন। তাই বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুঃস্থ মানুষদের জন্য সাধ্যমোত কিছু করার চেষ্টা করেছি।