নিষিদ্ধ মাদক উদ্ধার

নিউস ডেস্ক , রাজ্য :- প্রতিবেশী দেশ বাংলাদেশে পাচার হওয়ার আগেই হাজার বোতল ফেন্সিডিল নিয়ে পুলিসের জালে ধরা পড়লো এক মাদক পাচারকারী দল। সূত্রের খবর, মঙ্গলবার রাতে নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের দত্ত পুলিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তি এলাকায় নাকা চেকিং ও টহলদারি চালাচ্ছিল ধানতলা থানার পুলিশ। অভিযোগ, সেই সময় একটি গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকে হাজার বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ঘটনায় গাড়ি সহ তিন জনকে আটক করে বুধবার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে দত্তপুলিয়া হয়ে কৃষ্ণগঞ্জ এলাকা দিয়ে ওই মাদক বাংলাদেশে পাচারের উদেশ্য ছিল। ঘটনায় আরও করা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।