নির্বাচনের প্রস্তুতিতে রাজ্যে এসে পৌছালো কেন্দ্রীয় বাহিনী

নিউস ডেস্ক, কলকাতা : – বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আর কিছু দিন বাকি , আর তার মধ্যেই রাজ্যে প্রথম দফায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। দুর্গাপুরে এরই মধ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছু জওয়ান। ধাপে ধাপে আসবেন বাকি বাহিনীরা। নির্ঘণ্ট ঘোষণার পরই তাঁদের দিয়ে রুট মার্চ করানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

২০২১ সালের বিধানসভা ভোটে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও এ বার নির্বাচন হতে চলেছে করোনা পরিস্থিতির মধ্যে। সে কথা মাথায় রেখে বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ২২ হাজার অতিরিক্ত বুথ থাকবে। তা নিয়ে মোট বুথের সংখ্যা হয়েছে ১ লক্ষের কিছু বেশি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ফেব্রুয়ারির শেষে রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। ১২৫ কোম্পানির মধ্যে ৬০ কোম্পানি সিআরপিএফ থাকবে। এ ছাড়াও সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বিএসএফ থাকবে নিরাপত্তার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশের পরই স্পর্শকাতর এলাকায় শুরু হবে রুট মার্চও।