নির্বাচনী প্রচারের মাঝে কৃষকদের সাথে জমিতে নাঙল দিলেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি

সোনামুখী বিধানসভায় 2021 বিধানসভা নির্বাচনে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব গ্রামের ছেলের উপরে ভরসা রেখেছেন । শনিবার কসবা শিব মন্দিরে পুজো দিয়ে সকাল সকাল ভোটের প্রচার শুরু করেন তিনি । আর প্রচারের মাঝেই কৃষকদের সাথে মাঠে লাঙল দিয়ে প্রচার করলেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি । প্রত্যন্ত গ্রামের ছেলে গ্রামের মাঠে কাজ করে জমিতে ফসল ফলান এবার লক্ষ্য নিয়েছে বাংলায় সোনার ফসল ফলাবে ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিবাকর ঘরামি জানান , আমি কৃষক পরিবারের ছেলে কৃষকদের পাশে আগেও ছিলাম আগামী দিনেও থাকবে । তবে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে আলু বীজ তৈরী হবে বলে তিনি জানান ।