মলয় দে নদীয়া :- আজ নবদ্বীপ পৌরসভার ২১নং ওয়ার্ড তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আশ্রমের সামনে থেকে নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে “বাংলার সংস্কৃতি বাঁচাও” পদযাত্রা নামক এক সুবিশাল পদযাত্রা আয়োজন করা হয়। আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপের বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা, সহ নবদ্বীপ শহর তৃনমুল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
বিমান কৃষ্ণ সাহা জানান, আজকের এই পদযাত্রা গোটা শহর পদক্ষিন করে, শহরের একদম দক্ষিণে ইদিল পুরে শেষ হবে। তিনি আরো জানান এই পদযাত্রার মূল বিষয় বাংলার মনিষীগন আজ অপমানিত, বাংলার সংস্কৃতিকে আজ রক্ষা করতে হবে, এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে।