নদীয়া শান্তিপুর থেকে সুদূর মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিলো “মা বাসন্তী”

মলয় দে নদীয়া:- জনশ্রুতি অনুযায়ী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব তথা বাঙালির সেরা সামাজিক উৎসব দুর্গাপুজো প্রচলন করেন সুরথ। কারণ হিসেবে জানা যায় যবনরাজ্য আক্রমণ করে ধন সম্পদ লুঠ করে নিঃস্ব বানান রাজা সুরথকে।শান্তির খোঁজে বনে যান রাজা।সেখানে মেধাবী পরামর্শে মহামায়ার উদ্দেশ্যে বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষের দুর্গাপুজো করেন। বসন্তকালের নাম অনুসারে বাসন্তী পুজো প্রচলিত হয় ।

সেই বাসন্তী পূজা উপলক্ষে নদীয়া শান্তিপুর চৌগাছা পাড়ার থেকে ১৮ ইঞ্চির প্রতিমা দু’মাস ধরে তৈরি করার পর, রওনা দিয়েছে আমেরিকার মেক্সিকো শহরের উদ্দেশ্যে। মৃৎশিল্পী সুমিত পালের কথা অনুযায়ী, মেক্সিকোতে প্রবাসী এক বাঙ্গালী সঙ্গে আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দুর্গাপুজোর ঠিক পরে তাকে অর্ডার দেওয়া হয় প্রতিমা নির্মাণের জন্য। আজ মা বাসন্তী সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মেক্সিকোর মঙ্গলময় আশীর্বাদ দানে উদ্দেশ্যে রওনা দিলেন।