নদীয়া জেলা বিজেপি মহিলা মোর্চার “আর নয় অন্যায়” এর সভা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে

মলয় দে, নদীয়া : বিজেপি র “আর নয় অন্যায়” কর্মসূচিকে সামনে রেখে সোমবার দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় অবরোধ করে ধর্না মঞ্চ কর্মসূচি পালন করল নদিয়া জেলা বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।সারা রাজ্যে বিভিন্ন প্রান্তের তৃণমূল গুন্ডাবাহিনী হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। ইতিপূর্বে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে হত্যা করার ঘটনাও ঘটেছে এই বাংলার মাটিতে।

সারা বাংলা জুড়ে অন্যায় রাজত্ব চালাচ্ছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। মূলত সেই কারণেই এই দিন দুপুরে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র অফিস মোড়ে জেলা যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ ধর্না মঞ্চ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন ভারতীয় মহিলা মোর্চার সভাপতি রাখি চ্যাটার্জী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কল্যান চৌবে সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব বৃন্দ।