নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পথ দুর্ঘটনায় মৃত পরিবারকে আর্থিক সহযোগিতা

মলয় দে, নদীয়া :- হাজারদুয়ারি ভ্রমণ করতে যাওয়ার পথে গত মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রানাঘাটের আইসতলার একই পরিবারের ৬ জন সদস্যের।এরপরই শুক্রবার বিকেলে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ,নদীয়া জেলা শাসক পার্থ ঘোষ, জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু সহ প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের একাংশ। পাশাপাশি এদিন মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়, প্রশাসনের তরফ থেকে আগামী দিনে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসনের আধিকারিকরা।