মলয় দে নদীয়া :- দীর্ঘদিন ধরেই প্রতিনিয়ত অপমান এবং লাঞ্ছনা সহ্য করে কাজ করতে হয়। নেই বেতন বৃদ্ধি, নেই সরকারি পরিচয় পত্র, অবশেষে ১৪ দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিলেন নদীয়া জেলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কল্যাণ সমিতি।
এদিন কৃষ্ণনগর শহরে নদীয়া জেলার সকল অঙ্গনারী দিদিমণি এবং সহায়িকারা মিছিল করে জেলা শাসক দপ্তর একটি ডেপুটেশন জমা দেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে কাজ করার ফলেও তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত বাড়তি কাজ করি নেওয়া হয় তাদের হাত দিয়ে।লকডাউনে করোনা আবহাওয়া কে উপেক্ষা করেও তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।কিন্তু তাদের কাছে কোন পরিচয় পত্র নেই যে তারা অঙ্গনওয়াড়ি কর্মী। তাই সব সময় অপমান এবং লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তাদের। অন্যান্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে সুযোগ সুবিধা পায় পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা তা থেকে বঞ্চিত।তাই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এদিন তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে যদি সরকার তাদের এই দাবি না মেনে নেয় আগামী দিনের কর্ম বিরত থাকতে বাধ্য হবেন তারা।