আবহাওয়া দপ্তরে রিপোর্টনুযায়ী নদিয়া ঝড়ের বদলে ভারী ও অ তিভারী বৃষ্টির সম্ভবনা আছে।অনেকেই নিশ্চিত হয়েছিল, যে নদিয়ার ওপর ইয়াসের সেই রকম দাপট দেখা যাবে না রাতে সেই মত পরম নিশ্চিত ছিল চাকদহ পৌর সভার দশ নম্বর ওয়ার্ড এবং চাঁদুড়িয়া এক নম্বর জিপির গঙ্গাপ্রসাদ পুর ও পোয়াডাঙ্গা মুকুন্দপুরে ইয়াসের দাপট আছড়ে পড়ে ভোর রাতে তাতে ক্ষতিগ্রস্ত হয় দশ থেকে পনের টি বাড়ি আংশিক। ক্ষতিগ্রস্ত প্রায় তিরিশ টি বাড়িতে। খবর পেয়ে ছুটে যান চাকদহ ব্লক আধিকারিক লোকাল প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কর্মী অফিসার রা।
ভাগীরথীর তীরে সান্যাল চর এলাকায় একটি কাঁচা রাস্তা রং একাংশ ভেঙ্গে চলে যায় নদীগর্ভে, ফলে ওই এলাকার অধিবাসীরা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন।