নদীয়া এবং তৎসহ জেলার রোগীদের পরিষেবা মিলবে কল্যাণী এমসে

মলয় দে নদীয়া :-দীর্ঘ প্রতীক্ষার পর নদীয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বহির্বিভাগ আজ থেকে শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হবে। তবে, রোগীদের অনলাইনে অথবা ফোন নম্বরে আগাম নাম নথিভুক্ত করতে হবে। ফোন নম্বরে নাম নথিভুক্ত করার সময় সকাল ৮টা থেকে দুপুর ৪ টে। আর অনলাইনে সারাদিন নাম নথিভুক্ত করা যাবে। নাম নথিভুক্তের জন্য রোগীদের ১০ টাকা করে দিতে হবে। আজ প্রথম দিনে ২২ জন বহির্বিভাগে চিকিৎসার সুযোগ পেয়েছেন। প্রথম রোগী ছিলেন কৃষ্ণনগরের বাসিন্দা এবং ওই হাসপাতালে নিরাপত্তা কর্মী উৎপল পরামানিক।
আপাতত জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু এবং নাক কান গলা এবং মনোরোগ- এই আটটি বিভাগ নিয়ে বহির্বিভাগ চালু হয়েছে বলে ওই হাসপাতালে কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক ডাক্তার রামজি সিং জানিয়েছেন।এইমস কল্যাণীর ওয়েবসাইট নম্বর ছাড়া রোগীরা কর্তৃপক্ষের ফোন নম্বরে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।