মলয় দে নদীয়া:- আনুষ্ঠানিক ভাবে আজ সমাপ্ত হলো শান্তিপুর পাবলিক লাইব্রেরীর পুষ্প প্রদর্শনী । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক শঙ্কর সিংহ , নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাধিপতি রিক্তা কুন্ডু এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী তনিমা সেন প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে প্রারম্ভেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সহিনি মুখার্জি, এরপরই উত্তরিয় দ্বারা অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে । উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিগর , পৌর প্রশাসক অজয় দে , নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু এবং প্রধান অতিথি তনিমা সেনকে বক্তব্য উপস্থাপন করতে দেখা গেছে । মেলায় দেখা গেছে গাঁদা , পমপম , ডালিয়া , চন্দ্র মল্লিকা থেকে শুরু করে অভিনব পুষ্পের সমারোহ ।