নদীয়ার শান্তিপুরে বিধায়ক খুনের হুমকি দেওয়াল লিখনে

মলয় দে নদীয়া :- পোস্টারের পর এবার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের নামে মৃত্যুর হুমকি দিয়ে দেওয়াল লিখন নদিয়ার শান্তিপুরে। গত তিনদিন আগে অরিন্দম এবার শান্তিপুর ছেড়ে পালা এই ভাবেই কটুক্তিকর পোস্টার পড়া কে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিলো শান্তিপুরে। শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগদেবীপুর বাজার এলাকায় এবং শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুর এলাকায় শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কে খুনের হুমকি দিয়ে দেওয়াল লিখন আজ ভোরে চোখে পড়ে এলাকাবাসীদের। কে বা কারা পোস্টার মারে এ ব্যাপারে এলাকাবাসীরা কিছু না জানলেও হাতেরলেখা এবং তুলির টান দেখে অনেকেই মনে করছেন দেওয়াল লেখায় পারদর্শী কেউ এ কাজ করেছেন। ঘটনাস্থলে সকাল পুলিশ এসে পৌঁছে ওই দুটি দেওয়ালই সাদা রং লাগিয়ে দেন।