আজ সকালে নদীয়া শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের বাগচির বাগান এলাকায় পরপর দুটি দেওয়ালে রাতের অন্ধকারে কেউ বা কারা কাদা লাগিয়ে যায়। এবং আজ সকালে কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ এবং ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন, শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন এ বিষয়ে। কর্মীদের দাবি সারা শান্তিপুরে বিপুল পরিমাণে অজয় দের দেওয়াল লিখন দেখে ঈর্ষান্বিত হয়ে এ কাজ করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । সাধারণ মানুষের কাছে আমাদের প্রার্থী অজয় দে একতরফা প্রচার পাচ্ছে তাই হিংসা তে এ ধরনের কাজ করেছে। যদিও
এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব কর জানান, এ ধরনের ঘৃণ্য কাজ বিজেপি সমর্থন করে না, তৃণমূলের নিজেদের বহু গোষ্ঠীদ্বন্দ্ব এর আগে প্রকাশ্যে এসেছে, পাখি পছন্দ না হওয়ার কারণেই হয়তো কেউ করে থাকবে। বিজেপির প্রতীক চিহ্ন মানুষের মনের মধ্যে লেখা আছে তার সময়ে বোঝা যাবে, বরং আমাদের বহু দেয়াল তৃণমূলের বলে চালিয়েছে ওরা, আমরা দেয়াল লেখার থেকেও মানুষের সাথে নিয়মিত জনসংযোগে বিশ্বাসী তাই সেই কাজটাই করছি মন দিয়ে।