মলয় দে, নদীয়া :- পৌষ মাসের বাউনি সংক্রান্তির পর, মাঘ মাসের পয়লা তারিখ অর্থাৎ প্রথম দিন পালিত হয় উৎরানি পুজো। সেটা কেন্দ্র করে নদীয়া শান্তিপুর হরিপুর বাগআঁচড়া অন্তর্গত চরপান পাড়ায় এধরনের মেলা হয়ে আসছে দীর্ঘদিন ধরে।
কথিত আছে বহু পূর্ব থেকেই ওই অঞ্চলের বেশ কিছু ভূমিহীন কৃষক জনমজুর খাটে অন্যের জমিতে। চাষআবাদে দক্ষ হলেও, গঙ্গা ভাঙ্গনে চাষের জমি তলিয়ে যাওয়ার পর নিজস্ব জমি না থাকার কারণে গঙ্গার পাড়ে সাধ পূরণ করে শাখআলু চাষের মধ্য দিয়ে। অন্য কিছু চাষ সম্ভব হয়না বালি মাটিতে, তবে সাদা ধবধবে এই ফসল উৎপাদনে এ মাটি নিরাশ করে না কৃষকদের। সেই থেকে আজ ও চলে আসছে সেই রীতি। এই মেলাতে বিক্রির দাম যথেষ্ট পাওয়াও যায়। ভূমিহীন ওই কৃষকরা সারাবছর অন্যের জমিতে জন মুজুর খাটে, উপার্জিত অর্থ লেগে যায় সংসার খরচে, তাই মেয়ের বিয়ে, গৃহ নির্মাণের মতো নানান গুরুত্বপূর্ণ কাজে সঞ্চয় এর উদ্দেশ্যে নগদঅর্থ যোগান পান এই শাখআলুর মেলা থেকেই।