নদীয়ার রামনগরে বোমাবাজিতে আহত দুই তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

রামনগর বড় চুপরিয়া এক নং গ্রাম পঞ্চায়েত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বম্বিং এ গুরুতর আহত দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী l আজ দেখতে গেলেন সমীর কুমার পোদ্দার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক। তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের দাবি এখনও পুলিশ নিষ্ক্রিয়।