নদীয়ার রানাঘাটে বছরের প্রথম দিন থেকেই প্রস্তুত পল্লী পুজোর দুর্গা পুজো কমিটি

মলয় দে, নদীয়া :- গত বছর কোরোনা আবহওয়াতে নানা ধরণের উৎসব যেমন বাতিল হয়েছে পাশাপাশি অনেকে তেমন উৎসবে সামিল হতে পারিনি সাধারণ মানুষ সেই সাথে পুজো কমিটি গুলিও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই পুজোর উন্মাদনা একটু বেশী থাকে! কিন্তু তবুও এই বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইংরেজি নববর্ষ এর প্রথম দিন থেকে শুরু হয়ে গেলো কাউন্টডাউন।

এত আগে থেকে প্রস্তুতি, এমন পরিকল্পনা এমন ভাবনা সচারচর দেখা যায়না। তবে এমন ঘটনা ঘটলো রানাঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পল্লী পুজোর দুর্গা পুজো এই বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যানে পুজোর লোগো ও ক্যালেন্ডার প্রকাশিত হলো। বছর পড়তেই তাই দুর্গাপুজো নিয়ে মাতোয়ারা পুজো উদ্যোক্তারা।

১৯৪৭ সালে পুজোর সূচনা। দেখতে দেখতে ৭৫ বছরে পদার্পণ করবে এ বছর। তাই বিগত বছরের সমস্ত বিষাদ ভুলে এই পুজো ঘিরে নানা পরিকল্পনা নানা আয়োজন চলবে এখন থেকেই।