নদীয়ার রানাঘাটের কৃষক সংহতি ধরনা মঞ্চে বিক্ষোভ

মলয় দে,নদীয়া :- রানাঘাটে কৃষক সংহতি ধরনা মঞ্চ তৈরি করে বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে। এই ধরনা মঞ্চ কেন্দ্রের তিন কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হন আন্দোলনকারীরা। রানাঘাট জিআরপি গেট সংলগ্ন এলাকায় এই ধর্ণা মঞ্চ ঘিরে নদিয়ার রানাঘাট সহ আশপাশ এলাকার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যোগ দেন। গান,নাটক এবং আলোচনার মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়।