মলয় দে নদীয়া :- নদীয়ায় দিগনগরে অন্তত চার শতকের বেশি প্রাচীন বাসুদেবের বিগ্রহ চুরি গেছে। গতরাতে দুষ্কৃতীরা তালা ভেঙে দুষ্প্রাপ ওই মূর্তি সহ কিছু রাঘবেস্বর শিবের গহনা চুরি হয়।ওই মন্দিরের এর আগেও কয়েকবার বিগ্রহের গহনা চুরি যায়।১৫৯১ শতাব্দে প্রতিষ্ঠিত বাসুদেবের বিগ্রহ চুরি ঘটনায় আজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য ১৫৯১ শতাব্দে রাজা রাঘব স্থানীয় মানুষের জলকষ্ট নিবারনের জন্য একটি দীঘি খননের পর জলে ভেসে ওঠে মূর্তিটি । এর পর নদিয়ার তৎকালীন রাজা রাঘব রায় স্বপ্নাদেশ পান দিগনগরে মন্দির নির্মাণ করে ওই বিগ্রহ পুজো পাঠ করবার এর পরই রাজা তা শুরু করেন । ঐতিহাসিক নিদর্শন স্বরূপ বাসুদেবের মন্দিরটি আজ ধ্বংসস্তূপে পরিনত হওয়ায় বর্তমানে রাঘবেশ্বর মন্দিরে রেখে পুজোপাঠ হয়।