নদীয়ার নবদ্বীপে নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা মোটর গ্যারেজে

মলয় দে, নদীয়া :- নবদ্বীপ রাজ্য সড়কের মুকুন্দপুর মাঠপাড়া এলাকায় মঙ্গলবার রাতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি মোটর সাইকেল গ্যারেজ এ ধাক্কা মারে। এর কারণে মা কালী গ্যারেজ নামের ওই গ্যারাজের সামনের দিকে ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় গ্যারেজ এ রাখা দুটি বাইকের।

এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় কেউ আহত না হলেও, ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।