নদীয়ার নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান

মলয় দে, নদীয়া :- পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, কেন্দ্র সরকারের কোন যোজনা পশ্চিমবঙ্গের কৃষকরা পায়না এটা দুর্ভাগ্যজনক। নদীয়ার নবদ্বীপে এসে রাজ্য সরকারকে এই ভাষাতেই আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। বুধবার নদীয়া নবদ্বীপে বিজেপির পক্ষ থেকে একটি দলীয় বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, নদিয়া জেলা উত্তরের বিজেপি সভাপতি, এবং কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান।

সেখানে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানকার মানুষের উৎসাহ দেখে এবং কার্যত তাদের উন্মাদনা দেখে মনে হচ্ছে আগামীতে এরা বিজেপি সরকার গড়তে চলেছে। পশ্চিমবঙ্গ থেকেই বিজেপির জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এসেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ সারা বিশ্বে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকার কোনো কাজ করেনি, এখানকার আইন শৃঙ্খলা ও ভালো নয়।