নদীয়ার চাপড়ায় দুই নাবালিকাকে বাড়ি পৌছে দেওয়ার নামে, অপহরণের চেষ্টা

মলয় দে, নদীয়া :- চাপড়া থানার বাংলাদেশ সীমান্তবর্তী আলফা গ্রামে তিনদিন ধরে একটি ফুটবল খেলার অনুষ্ঠান চলছিলো, ২৯ শে জানুয়ারি শুক্রবার রাতে শেষ দিনে ওই ফুটবল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দুই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর সাংস্কৃতিক অনুষ্ঠান শুনে বাড়ি ফেরার পথে তিন জন যুবক ওই দুই নাবালিকাকে তাদের মোটর গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। সম্মতি জানিয়ে দুই নাবালিকা গাড়িতে ওঠে। কিছুক্ষণ বাদেই ভুল রাস্তাতে যাওয়াতেই তারা চেঁচামেচি শুরু করলে তাদের মুখে রুমাল চেপে ধরে। ক্ষণিকের মধ্যে স্থানীয় লোকজন এসে হাতেনাতে ধরে ফেলে একজন যুবককে এবং অপর দুজন যুবক পালিয়ে যায়। তারপর স্থানীয় একটি ক্লাবে নিয়ে গেলে, ক্লাবের কর্তৃপক্ষ চাপড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই দুই নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকার পরিবারের তরফ থেকে শনিবার চাপাতলা থানায় লিখিত অভিযোগ করলে ওই যুবককে আটক করে এবং গতকাল তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে।