নদীয়ার একাধিক জায়গায় জলকষ্টে ভুগছেন এলাকাবাসীরা

মলয় দে নদীয়া:- ১২ইঞ্চি মেন জলের পাইপ ভাঙার ফলে জল কষ্টে হাহাকার। বেশ কয়েকদিন ধরে জলকষ্টে ভুগছে রাউতাড়ি,শিমুরালি, ঘেঁটুগাছি,চাঁদুড়িয়া এক নম্বর জিপি,কালিগঞ্জ প্রিয়নগর কিছু অংশ এবং হরিণঘাটা অঞ্চল। তারা বাধ্য হচ্ছেন জল কিনে খেতে। গত চারদিন আগে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উত্তর পাঁচপোতায় জলের ১২ ইঞ্চি পাইপ ভেঙে যায় জাতীয় সড়ক সম্প্রাসারনের কাজের কারনে।পরে সারাই করে জল চার্জ করার পর আবার ভেঙে যায়। আজ দুটো ১২ ইঞ্চি পাইপ পাল্টানো হবে।রবিবার থেকে জল পাবার সম্ভবনা আছেন জানালেন জলের মিস্ত্রি।