নদিয়াতে আজ মুখ্যমন্ত্রীর জনসভা

মলয় দে, নদীয়া:- আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নদিয়া জনসভাতে খুব স্পষ্ট করে বলেন যে , “অন্ন বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্যের সরকারি পরিষেবা নিন , মাথা থেকে সরিয়ে ফেলুন এন আর সি, এন পি আর সিএ বি এ সমস্ত কিছুই হবে না, নিশ্চিন্তে ঘুমান”। বরং ৯৬টি কলোনি এবং ২১৬টি রিফিউজি এলাকায় এখনো পর্যন্ত নিঃশর্ত জমির দলিল প্রদান করা হয়েছে, বাকি প্রত্যেকেই পাবেন। তৃণমূল দল ত্যাগীদের বিষয়ে খুব বেশি, গুরুত্ব না দিয়ে জানান বিজেপি এখন ওয়াশিং মেশিনের ভূমিকায় আছে , ইডির ভয় দেখিয়ে, সমস্ত ময়লা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে বিজেপি।

কৃষি আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন হরিয়ানার কৃষকদের অত্যাচার করে, সারা দেশের কৃষকের কথা না ভেবে, বাংলায় ফাইভ স্টার হোটেলে খেয়ে কৃষক দরদী সাজতে চাইছে ওরা। তাই কিছু বাংলা বলতে পারা ভিন রাজ্যের নেতা পাঠাচ্ছে এরাজ্যে বিশৃঙ্খলা তৈরি করতে।স্বাস্থ্য পরিষেবা সমন্ধে তিনি বললেন, আয়ুষ্মান ভারত প্রকল্পতে উপভোক্তাকে ৬০ শতাংশ দেবে কেন্দ্র আর 40 শতাংশ দিতে হবে নিজেকে, আর স্বাস্থ্যসাথীতে একশ শতাংশই সরকার দেয়। গোটা পরিবারে পাঁচ লাখ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে। কোন নার্সিংহোম না করতে চাইলে তার লাইসেন্স বাতিল হবে।