নদিয়া কৃষ্ণনগরে প্রেমের বলি এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

গতকাল বিকালে কৃষ্ণনগর শুকুর রোড নিবাসী অরিন দাসের বাড়ি থেকে তার একমাত্র নাবালিকা কন্যা সন্তান অদিতির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ, এখনো পর্যন্ত মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।
কৃষ্ণনগর কোতোয়ালি থানায় পরিবারের অভিযোগ অনুযায়ী, কৃষ্ণনগর গভমেন্ট গার্লস হাইস্কুলের মেধাবী ছাত্রী অদিতি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পাশের পাড়ার বাসিন্দা রিতম অধিকারী একই সাথে পড়াশোনা করার সুবাদে প্রণয় আবদ্ধ হয় একে অপরের সাথে। কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায়, রিতম এবং অদিতির মধ্যে মনোমালিন্য।
গতকাল সন্ধ্যায়, বাবা মা বাড়িতে না থাকার কিছুটা সময়ের মধ্যেই সে ঘটিয়ে ফেলে এই দুর্ঘটনা।
বন্ধুবান্ধব সূত্রে জানা যায়, রিতম অদিতির সাথে প্রায় এক বছর প্রগাঢ় ও সম্পর্ক গড়ার পরও অপরাধ সঙ্গিনীর সাথে সম্পর্ক গড়ে! আর সেই কারণেই অদিতি কে অস্বীকার করতে থাকে।
তবে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি,এখনো পর্যন্ত ওই যুবক গ্রেপ্তার না হওয়ার কারণে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে পরিবার এবং আত্মীয় স্বজনের।