মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দ নগর দক্ষিণ এলাকার গৌতম সমাদ্দারের স্ত্রী লক্ষ্মী সমাদ্দার আজ সকাল দশটা নাগাদ, বাড়ির কাপড় জামা কেচে ছাদে মেলতে গিয়ে অসাবধানবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয় গৃহবধূর, এমনটাই জানা যায় পরিবার সূত্রে।
৩৫ বছর বয়সী ওই গৃহবধূর একমাত্র পুত্র সন্তান এবং স্বামী বর্তমান। স্বামী পেশায় কাপড়ের ব্যবসায়ী এলাকায় যথেষ্ট সুনাম। এই ঘটনাতে দুঃখে ভেঙে পড়ে গোটা গ্রাম। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে তার মৃতদেহ রানাঘাট মর্গে ময়নাতদন্তর নিয়ে যাওয়ার ব্যবস্থা করে শান্তিপুর থানা। তবে এলাকায় সূত্রে জানা যায়, ওই সময়ে পরিবারের কোন সদস্য বা এলাকাবাসীকে দেখা যায় নি। বড় একটি বিছানার চাদর জল সমেত মেলাতে গিয়ে, ছাদের কার্নিশ থাকা সত্ত্বেও বেকায়দায় পা ফসকে যায় তার, নিচে শানবাঁধানো অংশে পড়ে , মাথা থেঁতলে যায়। তবে পরিবার সূত্রে, কোন লিখিত অভিযোগ করেননি, বরং তারা নিশ্চিতভাবে জানিয়েছেন দুর্ঘটনা শুধুমাত্র অসাবধানবশত হয়েছে।