মলয় দে, নদীয়া :- কথিত আছে ধান রোপনের পর ফুল বা ফল কিছুর দেখা পায় না কৃষকরা । কৃষি বিজ্ঞানীদের কাছেও কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বলেই জানালেন এলাকার প্রবীণ কৃষকরা। পাশের আদিবাসী গ্রামে মা মনসার শরণাপন্ন হয়ে কৃষকরা সুফল পায়।
তারপরের বছর থেকে চাষের জমির মাঝেই অগ্রহায়ণ মাসে শনি মঙ্গলবারে মনসা দেবীর পূজা দিয়ে আসছেন কৃষকরা। তবে চাষের জমিতে, মাটির চাই অর্থাৎ ঢিলা জমিতে পূজিত হওয়ার কারণেই স্থানীয় নামকরণ হয়েছে ঢেলাই চন্ডী। হাজারে হাজারে ভক্ত বৃন্দ দের মানত করা মাটি মাথায় করে, নিয়ে গিয়ে অর্পণ করেন মায়ের পদতলে। কয়েক বছরের মধ্যেই মানত করা মাটি জমে মাটিরপাহাড়ে পরিণত হয়েছে। এত মানুষের সমাগমে, বসে মেলা, কবিগান, তরজা ঝাপান, বাউল গানের শিল্পীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এত ভক্তবৃন্দদের মাঝে নাম গানের মাহাত্ম্য পৌঁছাতে এবং পরবর্তীকালে নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করতেও।