12 এপ্রিল সোমবার বিকেল 5:30 মিনিট থেকে শান্তিপুর বাইগাছি মোড়ে বাম কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চার বিধায়ক পদপ্রার্থী ঋজু ঘোষালের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী জনসভা । উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপি আই এম এর রাজ্য সম্পাদক বিমান বসু । এদিন প্রায় রাত্রি 8:15 নাগাত বিমান বসু রানাঘাটের সভা শেষ করার পর শান্তিপুর বাইগাছির সভা মঞ্চে হাজির হন । উক্ত রাজনৈতিক মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুর শহর সিপি আই এম এর কর্মকর্তা সৌমেন মাহাতো , শান্তনু চক্রবর্তী , মিহির বাইন, অনুপ ঘোষ সহ বাম এবং জাতিও কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ব ।
উক্ত রাজনৈতিক মঞ্চ থেকে বিমান বসু রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেন । তবে তৃণমূলের চেয়ে বিজেপির প্রতি আক্রমণের মাত্রাটাই যেন বেশি । বিমান বসুর সমস্ত বক্তব্যের মধ্যে তাৎপর্য পূর্ণ বক্তব্য হলো ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দলের মধ্যে বিভাজনের বিরোধীতা । এ প্রসঙ্গে তিনি বলেন একটি রাজনৈতিক দলের সমস্ত দেশের জাতি ধর্ম ও বর্ণকে নিয়ে একসাথে পথ চলা উচিৎ , কোনো রাজনীতির মধ্যে ধর্মের অনুপ্রবেশ ঘটানো একে বারেই উচিত নয়, এটা সমস্ত দেশ ও জাতির এক মহা বিপর্জয় বলে তিনি করা সমালোচনা করেন । অন্যদিকে বর্তমানে তৃণমূল সরকারের কাট মানি , স্বেচ্ছা চার , স্বৈরাচার , রাজ্য জুড়ে বেকারত্বের তীব্র সমালোচনা করেন এবং তাদের নীতি আদর্শ হীন বলেও কটাক্ষ করেন ।
এরই মাঝে সাম্প্রতিক কুচবিহার জেলার মাথাভাঙ্গা ও শীতল কুচি তে সি আর পি এফ সেনা জওয়ানদের গুলি বর্ষন করে মানুষ মেরে ফেলার বিষয়টির তীব্র সমালোচনা করেন । এবং কিভাবে ওই কমান্ডো বাহিনী কর্তৃক নিক্ষেপিত গুলি মানুষের পায়ে বা কোমরের নিচে না লেগে সরাসরি দেহের ওপরের অংশে লাগলো সে বিষয় নিয়েও যথেষ্ট সমালোচনা করেন বাম ফ্রন্ট চেয়ার ম্যান বিমান বসু , তিনি আরো বলেন এত এন্ড্রয়েড মোবাইল থাকা সত্ত্বেও কোনো ছবি প্রকাশ্যে এলো না এর পেছনে যথেষ্ট রহস্য রয়েছে। তবে এই ঘটনার পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সি আর পি এফফ বাহিনীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছিলেন তার কোনো সমালোচনা করতে শোনা গেলো না বিমান বসু কে । তাহলে কি তৃণমূল এর সমালোচনা কম করে এবং অন্যদিকে বিজেপির বেশি সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করে দিচ্ছেন বিমান বসু ? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ।
তবে সর্বোপরি সাম্প্রদায়িক বিজেপি ও তোলা বাজ তৃণমূলের উৎখাত করে সংযুক্ত মোর্চার নেতৃত্বাধীন এক সরকার গঠনের আহ্বান জানান বিমান বসু শান্তিপুরের মাটি থেকে এবং তার সাথে সংযুক্ত মোর্চা সমর্থিত ব্যারিস্টার প্রার্থী ঋজু ঘোষাল কে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান বিমান বসু । তাছাড়াও সংযুক্ত মোর্চা রাজ্যের ক্ষমতায় এলে শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়ন , অসংগঠিত শ্রমিকদের আর্থিক উন্নতি , কর্মসংস্থান প্রভৃতি বিষয়ের ওপরেও প্রতিশ্রুতি দিতে শোনা গেছে বিমান বসুকে । স্বভাবসিদ্ধ ভাবে বাঙাল ভাষায় মনোরঞ্জন করেই সমগ্র বক্তব্য রাখেন তিনি, বামের ভোট রামে যাওয়ার প্রবণতা কার্যত স্বীকার করেননি তিনি বলেন, এধরনের ইচ্ছা পরিহার করতে হবে। আমাদের লড়াইটা রাজ্য এবং কেন্দ্র উভয়ের বিরুদ্ধেই।