নদিয়ায় মুখ্যমন্ত্রী, তারই প্রস্তুতি চলছে জোড় কদমে

মলয় দে নদীয়া :- রানাঘাট হবিবপুর ছাতিমতলা মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জনসভা ১১ই জানুয়ারি হতে চলেছে। আর তাই চলছে জোর কদমে প্রস্তুতি।পুলিশ প্রশাসন সজাগ এলাকায়, রয়েছে পুলিশি ব্যাবস্থা। স্টেজ ও প্যান্ডেলের কাজ চলছে দ্রুত ।গত শনিবার হেলিকপ্টার এর ট্রায়াল রান করলেন দুপুরে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা

গত লোকসভা ভোটে নদিয়ায জেলায় ভোট প্রচারে বেশ কয়েকটি পদযাত্রা করতে দেখা গিয়েছিলো মুখ্যমন্ত্রীকে। এবারে অবশ্য আগামী বিধানসভা আগে কর্মীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস বলেই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞরা।