নতুন করে করোনা রুখতে পথে ভাতার থানার পুলিশ

নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে আবারো পথে নামলেন ভাতার থানার পুলিশ ।

এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ভাতারের নাসিগ্রাম মোড়ে কয়েক হাজার পথচলতি মানুষ দের মাক্স বিতরণ এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাক্স পড়ে বাইরে বেরোনোর নির্দেশ দেন ভাতার থানার পুলিশ।

এদিন দেখা গেল অধিকাংশ মানুষ করোনাকে ভুলে গিয়ে বিনা মাক্সে বাইরে বের হয়েছেন। পুলিশ সেই সমস্ত মানুষদের মাক্স পরিয়ে সতর্ক করেন ।
পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে গাড়িচালকদের গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানোর নির্দেশ দেন। যে সমস্ত বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছে সেই সমস্ত বাইক আরোহীদের পুলিশ সতর্ক করছেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও ভাতার থানার পুলিশ বারবার সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলেও অনেকেই বিনা হেলমেটে বেপরোয়া গতিতে গাড়ির চালাচ্ছে যার ফলস্বরুপ পথের বলি হচ্ছে অনেকেই। নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান এই বার্তাই দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

ভাতার থেকে শেখ মিলন এর রিপোর্ট