ধূর্ত শেয়ালের কাছে হার মানলো, দমকল বিভাগ। শেষ অব্দি প্রাণে বাঁচানো গেলো তাকে

মলয় দে, নদীয়া :- আজ সকালে নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের ১৯নম্বর ওয়ার্ডের লঙ্কাপাড়ায় গণেশ ঘোষের বাড়িতে হুলুস্থূলু পড়ে যায় এক শিয়াল উদ্ধারকে কেন্দ্র করে। তার বাড়ির চারপাশে বেশ কিছু বাড়িতে পরিত্যক্ত জঙ্গল লক্ষ্য করা যায়। গণেশ বাবুর বাড়ির গৃহবধূ প্রথম আজ সকালে খেয়াল করেন, বাড়ির সংলগ্ন পেছনের পরিত্যক্ত এক কুয়োতে শব্দ হতে। তিনি মুখ বাড়িয়ে খেয়াল করেন একটি শিয়াল, কুয়োর মধ্যে পড়ে ওঠার চেষ্টা করছে। ঘটনা জানাজানি হতে, দমকল বিভাগের খবর দেয় এলাকাবাসী। দমকল আসার পর দীর্ঘ কুড়ি মিনিটের প্রচেষ্টায় দড়ি ঝুড়ি বাঁশ ব্যবহার করে কুয়ো থেকে উপরে তুলতে সমর্থ হয়।