নিউস ডেস্ক, ধূপগুড়ি : বুধবার সকালে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ধুপগুড়িতে বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ ধূপগুড়ির দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ধূপগুড়ির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এক সভায় বলেন, ‘মৃত ১৪ জনের পরিবারকে রাজ্য সরকারের তরফে আড়াই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। যাঁরা একটু আঘাত পেয়েছেন, তাঁদের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। আজ অরূপ বিশ্বাস এবং গৌতম দেব ওখানে যাচ্ছেন। তাঁরাই ক্ষতিপূরণের বিষয়গুলি দেখে নেবেন।’ ধূপগুড়ির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি বলেন, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কেন্দ্রের তরফে।