অরবিন্দ মন্ডল, বীরভূম :- গত ১৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালাউদ্দিন মন্ডল নামের এক যুবকের, বয়স চোদ্দ , নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটে পাইকর থানার পাঠাগাচি গ্রামে । যুবকের মৃত্যুর পরেই ঘটনা তদন্ত শুরু করে পাইকর থানার পুলিশ । গত শুক্রবার অর্থাৎ পঁচিশে ডিসেম্বর মোবাইলের সূত্র ধরে গ্রামেরই শাহিল শেখ ওরফে রাহুল সেখ নামে বছর ২৩ এর এক যুবককে গ্রেফতার করে পাইকর থানার পুলিশ। খুনের সঙ্গে অভিযুক্ত ছিল তার ভাই বেলাল শেখ, সে এখনও পলাতক।
শনিবার সকালে গোটা গ্রামের মানুষ ফাঁসি চাই বলে এক মিছিল করে, গোটা গ্রাম প্রদক্ষিণ করে পাইকর থানার সামনে জমায়েত করে। পাশাপাশি গ্রামের মানুষজন পাইকর থানার ওসি শেখ ইসরাইলকে সংবর্ধনা দেন, কারণ খুব দ্রুত এই খুনের কিনারা করার পাশাপাশি দোষীকে গ্রেপ্তার করেছে পুলিস। এই কজের জন্য সকলেই তাকে সম্বর্ধনা প্রদান করেন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পুলিশ সূত্রের খবর রাহুল ও বেলাল শেখ দুই ভাই। ঋন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দুজনে মিলে তাদেরই বন্ধু সালাউদ্দিনকে অপহরণ করে তার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। কিন্তু অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর নাবালককে ছেড়ে দিলে সকলে জেনে যাবে তাই নাবালককে মেরে পরিচয় লোপাট করার পর মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে তারা। শেষমেষ মোবাইলের সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করে ফেলেন অভিযুক্ত শাহিল ওরফে রাহুল শেখকে।পাইকর থানার পুলিশের তৎপরতার সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই খুণের কিনারা করে ফেলে। অভিযুক্ত রহুল শেখের ফাঁসির দাবিতে সরব হয়েছেন গোটা গ্রামের মানুষ ।